প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। দ্বাদশ সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো গোপন এজেন্ডা সিইসির সাথে হয়নি। নির্বাচনের মত আমলাতান্ত্রিক বিষয় নিয়ে বিতর্ক থাকলে তার নিরসন হওয়া প্রয়োজন।
সিইসি বলেন, নির্বাচন পুরোপুরি না হলেও অনেকটাই গ্রহণযোগ্য হয়েছে। আসলে নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন।
স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচন সার্থকভাবে করার চেষ্টা করবেন জানিয়ে সিইসি বলেন, রাজনীতিবিদদেরই সুষ্ঠু নির্বাচন করার ও রাজনৈতিক সংকট মোকাবেলার পথ অন্বেষণ করতে হবে।