আসামে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

আসামের দারাং-এ মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএনআই।

সংস্থাটি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এর ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি বেশ কিছু এলাকায় মাঝারি কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল (মঙ্গলবার) দেশটির জম্মু ও কাশ্মীরে এক ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) দেয়া তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৮টা ৫৩ মিনিটে এটি অনুভূত হয়।

Scroll to Top