ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছে। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চরফ্যাসন-মনপুরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২৪৪০৩৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মিজানুর রহমান পেয়েছেন ৫৯১৮ ভোট। আবুল ফয়েজ (স্বতন্ত্র) ৪৯০২ মোঃ হানিফ (তৃণমূল বিএনপি) সোনালী আঁশ ৩৩২৯ আলাউদ্দিন ন্যাশনাল (পিপলস পার্টি) আম ২৩৪৩। ফলে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল সংগ্রহ করে রবিবার (৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চরফ্যাশন আসনের এ ফলাফল ঘোষণা করেন। এতে নৌকা মার্কার মনোনীত প্রার্থী এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২ লাখ ১৫ হাজার ৪৮০ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল বিএনপি থেকে মো. হানিফ সোনালী আশঁ মার্কায় ৩ হাজার ১১৭ ভোট পেয়েছেন, জাতীয় পার্টির মো.মিজানুর রহমান নাঙ্গল মার্কায় ৫ হাজার ৪৮৭ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টি আম মার্কার মো. আলাউদ্দিন ১৮শ ৪৭ ভোট পেয়েছেন,স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মাথাল মার্কায় ৪ হাজার ৬০৬ ভোট পেয়ে তারা ৪ জন পরাজিত হয়েছেন। এ আসনে শতকরা ৫৯.৭২% ভোট কাষ্ট হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা(ইউএনও) নওরীন হক বলেন, প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা শীত উপেক্ষা করে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।