মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে দন্ডবিধি ১৮৬০ অপরাধের দায়ে বিভিন্ন প্রার্থীর এজেন্ডদের মধ্যে পাঁচ জনকে ৫০০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গজারিয়া।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন- গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় গোলাম মোস্তাফা খাঁ (৭০), পিতার নাম: মৃত সাঈদ উদ্দিন খাঁ সাং: বাশগাঁও, গজারিয়া, মুন্সীগঞ্জ (নৌকা প্রতীকের সমর্থক), গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, নাম: স্বপন ভূইঁয়া (৪২), পিতা: মৃত আইয়ব আলী ভূইঁয়া, সাং: সোনারকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ (কেটলি প্রতীকের সমর্থক), নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাম: কাজল (২৭), পিতা: অন্ধন বর্মন সাং: নয়ানগর, গজারিয়া, মুন্সীগঞ্জ (কেটলি প্রতীকের সমর্থন), নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাম: আমিরুল ইসলাম (৪৫), পিতা: মৃত তমিজ উদ্দিন, সাং: নয়ানগর, গজারিয়া, মুন্সীগঞ্জ (কাঁচি প্রতীকের সমর্থক), ৪৯নং এন এস কান্দি প্রা: বিদ্যালয়, নাম: হিমেল (২৮), পিতা:সাইফুল্লাহ, সাং: হোগলাকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ (কাঁচি প্রতীকের সমর্থক)।