গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানে এই ঘটনাটি ঘটে। এমতাবস্থায় ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি ৩৫ মিনিট পর আবার পোর্টল্যান্ডে ফিরে আসে।
মাঝ আকাশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আলাস্কা এয়ালাইনসের বিমানের একটি জানালা ও বাইরের কিছু অংশ। এমতাবস্থায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
আলাস্কা এয়ারলাইনস জানায়, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নিমেছেন। ঘটনার সময় উড়োজাহাজটি ১৬ হাজার ফুটের বেশি ওপরে উড়ছিল।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রুরা জরুরি পরিস্থিতি যথাযথ উপায়ে সামলে নিতে পেরেছেন।
এয়ারলাইনসটি জানিয়েছে, সব উড়োজাহাজের উড্ডয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে। আলাস্কা এয়ারলাইনসের বহরে বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ রয়েছে ৬৫টি।
এদিকে, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, ঘটনাটি তাদের নজরে এসেছে। তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এ সংক্রান্ত তদন্তে সহায়তা করবে বোয়িংয়ের কারিগরি দল।