চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৭০০ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছিল, সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছায়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের একজন ময়মনসিংহ ও একজন বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে ভর্তি হয়েছে ২৮ জন, বাইরে এ সংখ্যা ৮২ জন।

সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৯৪৫ জনে। এর বেশির ভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ১১ হাজার ১৮ জন। বাকি ১ লাখ ৯ হাজার ৯২৭ জন ভর্তি হন ঢাকা মহানগরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে ছয়জনের, ফেব্রুয়ারিতে তিনজনের। মার্চে মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি দেশে। এপ্রিল ও মে মাসে দুজন করে মারা গেছে ডেঙ্গুতে।

জুন মাস থেকেই বাড়তে থাকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা। জুনে ৩৪ জনের মৃত্যু হলেও পরের মাসে মৃত্যু হয় ২০৪ জনের। আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে ২৭৪ জন মারা গেছে ডেঙ্গুতে। আর ডেঙ্গুতে ডিসেম্বর মাসে আজ পর্যন্ত ৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Scroll to Top