ইন্দোনেশিয়ার সিঙ্গাপর্ণায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বুধবার ১০টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। খবর সিনহুয়া’র
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার সিঙ্গাপর্ণার ৫২ কিলোমিটারের মধ্যে অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৭১ দশমিক ৬ কিলোমিটার।
প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৭৮ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১০৭ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে আঘাত হানে। তবে প্রাথমিকভাবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সিঙ্গাপর্ণা মূলত ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা রাজ্যের একটি জেলা। প্রায় দুই হাজার ৪৮২ হেক্টরের এই জেলায় প্রায় ৬৫ হাজার মানুষের বসবাস।