নেতানিয়াহুর সাথে যুদ্ধবিরতি নিয়ে আলাপ হয়নি: বাইডেন

গত শনিবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে কথা হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো কথা হয়নি তাদের মাঝে। খবর আল জাজিরার।

জো বাইডেন বলেন, আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি এবং আমাদের মধ্যে ব্যক্তিগত কথা হয়েছে। আমি যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলিনি।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, বাইডেন নেতানিয়াহুকে গাজায় বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তা প্রদান এবং গাজাবাসীদেরকে নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার সুযোগ দিতে বলেছেন। এছাড়াও, জিম্মিদের মুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কেও কথা হয়েছে তাদের মাঝে।

বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে কথোপকথন এমন এক সময়ে হলো যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ত্রাণ পৌঁছানোর ব্যাপারে একটি প্রস্তাবনা গ্রহণ করেছে। তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ।

 

Scroll to Top