চিনির দাম নতুন করে আর বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রমজানেও দাম নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে গণামাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, \’আপনারা সবাই জানেন ডলারের ভ্যারিয়েশনে দাম বাড়ে-কমে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নির্বাচনে বিএনপি না আসলেও অন্যান্য দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। খাদ্যপণ্যের বাজার দর নিয়ে মন্ত্রী বলেন, রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ডলার সংকটের কারণে আমদানি নির্ভর চিনির দাম কমছে না, তবে যে অবস্থায় রয়েছে এতে করে আর দাম বাড়বে না।
মন্ত্রী বলেন, \’যেহেতু আমদানি করে আনতে হয়, ডলারের দামটা যদি একটু কমে আসে, তাহলে কমানো যায়। আবার ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে ইন্টারন্যাশনাল ভ্যালু সেটেল করতে গেলে দামটা বাড়ে। \’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, \’এই মুহূর্তে আমাদের ডলারটা একটা লেভেলে আছে, হয়তো আর বাড়বে না। কিন্তু আমাদের তো চিনি হয় না—সবটাই আমদানি করতে হয়। ভারত থেকেও আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে কিন্তু আমি মনে করি না যে আর বাড়বে। \’
রমজানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, \’রোজাকে কেন্দ্র করে যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। টিসিবির মাধ্যমে চিনি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ বুকিং দেওয়া হয়েছে। আরও বুকিং চলছে। \’