ইউক্রেনে চলমান যুদ্ধে জয়ী হলে রাশিয়া ন্যাটোভুক্ত দেশে হামলা করবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন দাবি একেবারে অর্থহীন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, সামরিক জোট ন্যাটোর সঙ্গে লড়াইয়ের কোনও আগ্রহ নেই রাশিয়ার।
আজ রোববার (১৭ ডিসেম্বর) রুশ রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়াতে প্রচারিত সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে বাইডেন সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে জয়ী হলে পুতিন ন্যাটোভুক্ত একটি দেশে হামলা করবেন। তবে এমন মন্তব্যের পক্ষে কোনও স্পষ্ট প্রমাণ হাজির করেননি তিনি।
পুতিন বলেছেন, এটি একেবারেই অর্থহীন। আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেনও তা জানেন। রাশিয়ার প্রতি বাইডেনের ভুলনীতির ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা। ন্যাটো দেশগুলোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হওয়ার জন্য রাশিয়ার কোনও কারণ ও অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক স্বার্থ নেই।