চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় বিএসএফের বিরুদ্ধে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বাড়াদি সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন (৩০)।

পারকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম ও নিহতদের পরিবারের অভিযোগ, গত ১৬ ডিসেম্বর রাতে ভারতের ৯ নম্বর পিলারের কাছ দিয়ে অনুপ্রবেশের সময় ভারতের কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর বিএসএফের গুলিতে সাজেদুর ও মইনুদ্দীন নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধনারায়ণগঞ্জে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ
চলন্ত ট্রাকের চাকা ফেটে প্রাইভেটকারে ধাক্কা, চালক নিহতচলন্ত ট্রাকের চাকা ফেটে প্রাইভেটকারে ধাক্কা, চালক নিহত।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা সাংবাদিকদের জানান, ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে।

তবে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এখনও এ ঘটনা সত্যতা নিশ্চিত করতে পারেনি।

Scroll to Top