আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৮ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছে মোট ২৭৮ প্রার্থী।

আজ শুক্রবার নির্বাচন ভবনে শেষ দিনের মতো ৮৪টি আপিল শুনানি হয়। এর মধ্যে ২২টি আবেদন মঞ্জুর, ৬২টি নাকচ করা হয়। একই সঙ্গে যারা শুনানিতে অনুপস্থিত ছিলেন তাদের আবেদন নাকচ করা হয়।

আপিল শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যরা। ইসি সূত্র জানায়, আপিল নিষ্পত্তির প্রথম দিন ৫৬, দ্বিতীয় দিন ৫১, তৃতীয় দিন ৬১, চতুর্থ দিন ৪৫, পঞ্চম দিন ৪৩ ও ষষ্ট দিন ২২ প্রার্থিতা ফেরত পান।

উল্লেখযোগ্য যাদের প্রার্থিতা নাকচ হয়েছে তাদের মধ্যে রয়েছেন- বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদ, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

এর আগে ৯ ডিসেম্বর ইসি সচিব জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে পাঁচ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন ৫৬১ প্রার্থী।

তার মধ্যে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন ও শেষ দিন ১৩০ আবেদন জমা পড়ে।

Scroll to Top