জিয়াউর রহমান ছিলেন একজন মানুষরূপী পশু। তিনি মানুষ খুন করতে পছন্দ করতেন, মানুষ হত্যায় আনন্দ পেতেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বেছে বেছে মুক্তিযোদ্ধাদের শাস্তি দিতেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের পর বিভিন্ন ঘটনার তদন্তের পর এই কথা মনে হয়েছে।
আইনমন্ত্রী বলেন, জিয়া অবৈধ পথে ক্ষমতায় এসেছিলেন। আর সেই ক্ষমতা ধরে রাখতেই মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। কারণ মুক্তিযোদ্ধারাই তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতেন।
১৯৭৭ সালে জিয়ার হাতে যেসব সামরিক অফিসার খুন হয়েছেন, সেই ঘটনার বিচার হতেই হবে। এ নিয়ে যে মামলা এবং রিট হয়েছে তার নিষ্পত্তি হবে বলে জানান মন্ত্রী।
জিয়াউর রহমানের মরনোত্তর বিচার প্রসঙ্গে আনিসুল হক বলেন, মরনোত্তর বিচার এভাবে হয় না। যে মারা যায়, তাকে সাজা দেওয়া যায় না। তবে ওই পক্ষের বিচার করা যায়। মামলার বিচার করা যাবে। শিগগিরই যাদের হত্যা করা হয়েছে তাদের স্বীকৃতি দেওয়া হবে। হত্যার স্বীকৃতি আসলে নতুন প্রজন্ম ১৯৭৭-এর ঘটনার জন্য সারাজীবন জিয়াকে ঘৃণা করবে।