আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাবে বিএনপি

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগম ঘটাতে চায় বিএনপি। শোভাযাত্রার অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে (ডিএমপি) আবেদন করেছে দলটি।

গত ২৮ অক্টোবর সংঘর্ষের পর আইনশৃংখলা বাহিনীর হামলায় দলের মহাসমাবেশ ভেস্তে যাওয়ার একদিন পর ২৯ অক্টোবর থেকে তালাবন্ধ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়। দেড় মাস পেরিয়ে গেলেও তালা খোলা হয়নি। নেতাকর্মীদের সেখানে যেতেও দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় নেতাদের অনেকে আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ আত্মগোপনে থেকেই অবরোধ-হরতাল কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

দলটির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান বুধবার ঢাকার পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে দলীয় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে চিঠি দেন। তবে, পুলিশ কমিশনার না থাকায় আবেদন পত্রটি গ্রহন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

নিতাই রায় চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের পার্টি বিএনপির পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি৷ সেটা হচ্ছে, বর্ণাঢ্য র‍্যালি আমরা করতে চাই, পল্টন অফিস থেকে মগবাজার পর্যন্ত। এই বিজয় দিবসের র‍্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের ওখানে এসেছি৷

তিনি বলেন, তবে তিনি না থাকায় অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করে নিয়েছেন। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিলো। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এরপর থেকে বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধ দিয়ে আসছে। এ বাইরে গত ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবন্ধনের কর্মসূচি ছিলো তাদের। এবার বিজয় দিবসে তারা করতে চাইছে শোভযাত্রা।

Scroll to Top