পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ সৈন্য নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় আজ মঙ্গলবারের (১২ ডিসম্বের) এই ঘটনা জঙ্গিগোষ্ঠী পাকিস্তানি তালেবানের সহযোগীরা করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। খবর এএফপির।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহত সবাই সামরিক বাহিনীর সদস্য। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি ছুড়তে থাকে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা। এই সময় ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছেন।