বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে সাতটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।
গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫টি, আশুলিয়ায় ১টি ও ফেনীতে ১টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার।
ফায়ার সার্ভিস জানায়, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এসব যানবাহনের মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক,২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি ২৭টি।