আজ সোমবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে আজ সকালে আমির হোসেন সুমন (৩২) নামে একজন মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, মাসুমের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে সকালে মারা যান আমিন হোসেন সুমন।
এ ঘটনায় আটজন দগ্ধ হন। তাদের মধ্যে ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান খায়ের গাজী (৪৪) নামে একজন। গতকাল রবিবার রাতে মারা যান সালাউদ্দিন (৩৮)।