দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। কিছু জায়গায় গুড়িগুড়ি বৃষ্টির পর জেঁকে বসেছে শীত। তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও হিম বাতাস। কিছু এলাকায় দিনের বেলায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। ইতিমধ্যে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।

আজ সোমবার নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, রোববারে তুলনায় আজ তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম।

আবহাওয়াবিদ হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

 

Scroll to Top