ছোট্ট সাফা মায়ের গর্ভে থাকার সময়ই গুম হয় তার বাবা সোহেল। কথা বলতে শেখার পর থেকেই বাবাকে দেখার আকুতি শিশুটির। সাফা এখন বড় হয়েছে। বয়স দশ। বাবাকে দেখা, বাবার সাথে কথা বলার মিনতি প্রবল। কিন্তু, বাবা আসে না। তাইতো সাফার এ বুক ফাটা আর্তনাদ।
শুধু সাফা নয়, তার মতো অনেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন স্বজনদের সন্ধানের দাবিতে। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে পরিবারের কাছে কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তাদের স্বজন ও সমাজের বিশিষ্টজনেরা।
গুমের শিকার হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ শনিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন। এতে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সমাজের বিশিষ্টজনরা।
মায়ের ডাকের এই মানবন্ধনটি আহ্বান করা হয়েছিল শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে। সেখানে বাধা দেয় পুলিশ।পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। পুলিশের এমন বাধার নিন্দা জানান বক্তারা।