ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সরকার-সমর্থক প্যানেল নীল দলের সভায় সহকর্মীদের মধ্যে মারামারিতে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে টিএসসির ক্যাফেটেরিয়ার ওই সভায় আহত আ ক ম জামাল উদ্দিন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সিনেট সদস্য।
সভায় উপস্থিত একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষক জানান, বিকেল ৪টায় শুরু হওয়া এই সভায় প্রথম থেকেই সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকপন্থি এবং বর্তমান উপাচার্য আখতারুজ্জামানপন্থি শিক্ষকরা একপক্ষ আরেকপক্ষকে কটাক্ষ করে বক্তব্য দিতে থাকেন।
এক পর্যায়ে জামাল উদ্দিন বক্তব্যে সাবেক উপাচার্য সম্পর্কে তার আগের বক্তাদের কটাক্ষমূলক বক্তব্যের প্রতিবাদ জানান। পরে বক্তব্য দিতে গিয়ে প্রক্টর গোলাম রব্বানী ফের আরেফিন সিদ্দিক ও জামাল উদ্দিনকে নিয়ে কথা বললে জামাল উদ্দিন তার প্রতিবাদ করেন। তখন তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ