এসে গেছেন লঙ্কান গতিদানব! এবারের টুর্নামেন্টের হট ফেবারিট রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে বাংলাদেশে পা রেখেছেন শ্রীলঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা। এরই মধ্যে সিলেটে রংপুর রাইডার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পিতবার দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকায় এসে পৌঁছান মালিঙ্গা। এরপর আবার হেলিকপ্টারে চেপেই সিলেটে দলের সঙ্গে যোগ দিতে উড়াল দেন তিনি। গতকালই সিলেটে পৌঁছেছে তারকাবহুল রংপুর রাইডার্স। বিপিএলের প্রথম আসর থেকেই মালিঙ্গাকে আমান্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেবার সাড়া না দিলেও এবার রংপুর রাইডার্সের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। জাতীয় ওয়ানডে দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন। উদ্বোধনী দিনে গতবারের রানারআপ রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। মালিঙ্গা ছাড়াও এই দলে আছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, থিসারা পেরেরা, কুশাল পেরেরা, রবি বোপারার মত তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ