দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয়ে তা মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে। তবে আগের অবরোধের তুলনায় এদিন রাজধানীতে গণপরিবহন চলাচল বাড়তে দেখা গেলেও চলছে না দূরপাল্লার যান। সারাদেশে জামায়াতে ইসলামীর ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে অবরোধের সমর্থনে।
বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে।
গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ‘২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা বিরোধী জোটগুলো।
২৮ অক্টোবর মহাসমাবেশে হামলার পর থেকেই বিএনপি এরই মধ্যে দুই দফায় তিনদিন হরতাল ও ষষ্ঠ দফায় ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি এক হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে জামায়াতে ইসলামী।