ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান সাময়িকভাবে স্থগিত করে বন্দী বিনিময়ে একমত হয়েছে হামাস ও ইসরায়েল। তবে তা কখন থেকে কার্যকর সে বিষয়ে পরিষ্কার ঘোষণা ছিলো না। এবার ইসরায়েলের সঙ্গে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি শুরুর সময় জানালো গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস।
আজ বুধবার (২২ নভেম্বর) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের কর্মকর্তা মুসা আবু মারজুক জানিয়েছেন, আগামীকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে বন্দী বিনিময়। এমনই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতি রাজি হয় ইসরায়েল ও হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে।
এর আগে, এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে উল্লেখ করে ইসরায়েলি সরকারের বার্তায় বলা হয়, প্রতি একদিনের বিরতির জন্য ১০ জিম্মিকে মুক্তি দিতে হবে। তবে বার্তায় জিম্মিদের মুক্তির পর ইসরায়েল হামাসকে \’নিশ্চিহ্ন\’ করতে আবার অভিযান শুরু করবে বলেও বার্তায় বলা হয়েছে।