দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে তার ভাতিজা ইমরান বেপারি ফরম সংগ্রহ করে সোমবার জমা দেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সত্যতা নিশ্চিত করে শহীদুল হক জানান, শরীয়তপুর-২ আসনে তার পৈতৃক বাড়ি। তার ছোট ওই এলাকার (নড়িয়া) উপজেলা চেয়ারম্যান। কিন্তু শরীয়তপুর-১ আসনে তার বাড়ি রয়েছে এবং ছোট বেলা থেকে সেখানে পড়াশোনা করছেন ও বড় হয়েছেন। তাই তিনি ওই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়াও শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের অনেক প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে অনেক গ্রুপিং ও কোন্দল রয়েছে। এই আসনটিতে আসলে কোন কোন্দল থাকবে না। জনগণ আমাকে চায় আমি আসলে এই এলাকার উন্নয়ন হবে।