বিশ্বকাপ জুড়ে দাপটের সঙ্গে প্রতিটি ম্যাচ জয়ে অপ্রতিরোধ্য ভারত ফাইনালে পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। টানা দশ জয়ে ফাইনালে আসা দলটি ঘরের মাঠে আহমেদাবাদে ১ লক্ষ ৩২ হাজার সমর্থকদের সামনে বিশ্বকাপ জয়ের হুংকার দিয়েছিল।
তবে ক্রিকেট বিশ্বের সকল বিশ্লেষক থেকে ধরে ভক্তদের শিরোপা জয়ের \’ফেবারিট\’ তকমা পাওয়া ভারতকে নিজেদের জাত চিনিয়ে ৭ উইকেটের জয়ে বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে হোঁচট খেলেও ট্রাভিস হেডের বিধ্বংসী শতকে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো অজিরা।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ইনিংসের পর আজ ফাইনালেও দাঁড়িয়ে গেছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরিতে সব আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে। ১০৭ রানে অপরাজিত আছেন তিনি। বড় মঞ্চ আর প্রতিপক্ষ ভারত হলেই হেড যেন অন্য রূপ ধারণ করেন।
গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। প্রথম ইনিংসে ম্যাচজয়ী এক ইনিংস খেলেছিলেন। আজ ভারতকে পেয়ে আরেকবার সেই রূপ ধারণ করেছেন হেড। তাঁর সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ব্যাটিং করছেন মারনাশ লাবুশেন।
৮৪ বলে ৪১ রানে অপরাজিত আছেন তিনি। দুজনের জুটি থেকে উঠেছে ১৪৫ রান। ৩ উইকেট হারিয়ে ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯২ রান। বিশ্বকাপ জয় থেকে আর ৪৯ রান দূরে আছে তারা। সময় যত এগোচ্ছে, ভারতের শিরোপা জয়ের স্বপ্ন তত মলিন হচ্ছে। ম্যাচে ফিরতে হলে দ্রুতই এই জুটি ভাঙতে হবে তাদের।