গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, আল-ফাখুরা স্কুলে জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে গত শনিবার ভোরে ইসরায়েলি হামলায় ‘কমপক্ষে ৫০ জন’ নিহত হয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছিল।
ক্যাম্পের আরেকটি ভবনে পৃথক হামলায় একই পরিবারের ৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জন শিশু রয়েছে। জাবালিয়া হচ্ছে গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির। ইসরায়েল এবং হামাসের মধ্যে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছিল।
চলতি মাসের শুরুতেও জাবালিয়াতে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই সময় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহতের খবর জানানো হয়েছিল।