\’জিন্স পরা নারীদের ধর্ষণ করা কর্তব্য\’

যেসব নারী খোলামেলা পোশাক বিশেষতঃ ছেঁড়াফাটা জিন্স পরে রাস্তায় বের হন তাদেরকে যৌন হয়রানি এমনকি ধর্ষণ করা জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন একজন মিশরীয় আইনজীবী। নবীহ আল ওয়াশহ নামক ওই আইনজীবী পতিতাবৃত্তির ওপর খসড়া আইন প্রণয়নের বিষয়ে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানে এই বিরূপ মন্তব্য করেন।

আল আসিমা টেলিভিশনের ওই অনুষ্ঠানে আইনজীবী নবীহ আল ওয়াশহ প্রশ্ন করেন, ‘যখন রাস্তায় কোনো নারীকে তার পেছনদিকের অর্ধেকটা বের করে রেখে হাঁটতে দেখেন, তখন কি আপনার ভালো লাগে?’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি, যখন এভাবে কোনো নারী রাস্তায় বের হয়, তাকে যৌন হয়রানি করা উচিত এবং ধর্ষণ করা জাতীয় কর্তব্য।’

তার মতে, ছেঁড়া-ফাটা পোশাক পরে নারীরা তাদের হয়রানি করার জন্য পুরুষকে প্রলুব্ধ করে। নারীদের প্রথমে নিজেদের সম্মান করতে শিখতে হবে, তার পরেই অন্যরা তাদের সম্মান করবে বলেও তার মতামত।

টেলিভিশনে এ ধরনের বিতর্কিত মন্তব্যে মিশরজুড়ে নিন্দার ঝড় বইছে। মিশরের জাতীয় নারী পরিষদ টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছে। তার এ ধরনের মন্তব্যে নারীর ওপর সহিংসতার বাড়ার আশঙ্কাও করছেন অনেকে।

নবীহ আল ওয়াশহ এর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে মিসরের জাতীয় নারী পরিষদ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০২  নভেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top