সরকার শুধু রুটিন কাজ করবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না। সরকার এখন রুটিন কাজ করবে। পলিসি-সিদ্ধান্ত নেওয়া হবে না, আইন হবে না, কারণ সংসদ বসবে না।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না। শুধু রুটিন কাজ করা হবে।’

আইনমন্ত্রী আরো বলেন, প্রতিদিনের কার্যক্রম করবেন সরকারি কর্মকর্তারা। নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং নীতিগত পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।

আইন হবে না, কারণ সংসদ বসবে না। নতুন করে কোনো উন্নয়ন কাজের উদ্বোধনও করা হবে না।

মন্ত্রিপরিষদের আকার ছোট হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিচার বিভাগ সুপ্রিম কোর্টের নির্দেশনায় চলবে। আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় চলবে না।

Scroll to Top