রিয়াল মাদ্রিদ ছাড়বেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষের হারের পর তার দেয়া বক্তব্যে অন্তত সেটিরই ইঙ্গিত বহন করছে।
রোনালদো জানিয়েছেন, রিয়ালের সঙ্গে নতুন করে আর চুক্তিতে যাবেন না তিনি।
যদিও রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আরও চার বছর রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেলএন স্পোর্টসের কাছে দেয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, রিয়ালের সঙ্গে নতুন করে আর চুক্তিতে যাব না।
তবে গুঞ্জন রয়েছে, বর্তমান চুক্তির আর্থিক অংক বাড়াতেই এমন ঘোষণা দিয়েছেন এই পর্তুগিজ।
ইতিমধ্যে বার্সেলোনা ছেড়ে রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে পাড়ি জমিয়ে নেইমার বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছেন। তাছাড়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও নতুন চুক্তি অনুযায়ী ক্লাব থেকে বাড়িয়ে নিয়েছেন আর্থিক অংক।
রিয়াল মাদ্রিদকে গেল দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিআর সেভেন।
বর্ষসেরা ফুটবলারও হয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ