মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্ট শ্রমিকরা।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটায় রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে তারা সকাল ১০টা দিকে মিরপুর-১০ নম্বরে এসে রাস্তা অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল পৌনে ১১টা) শ্রমিকরা রাস্তায় অবস্থান করছিল।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে তা তারা মানেন না। এ দিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।

Scroll to Top