গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১১টি গাড়িতে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে ১০টি বাস ও একটি পিকআপ পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে।
অবরোধ চলাকালে গতকাল বিচ্ছিন্নভাবে বিএনপি ও সমমনা দলগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে। এর মধ্যে এক দফা দাবিতে রাজধানীর ছয়টি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ ও ছাত্রদল। গতকাল তারা ঢাকার বনশ্রী, মিরপুর, সায়েদাবাদ জনপথ মোড়, দয়াগঞ্জ রোড, লালবাগ, মালিবাগ থেকে রাজারবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
সড়কে যানবাহন বেড়েছে
অনদিনের চেয়ে গতকাল রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির মোটামুটি চাপ ছিল। বিভিন্ন ট্রাফিক সিগন্যালের কাছে কিছুটা যানজটও দেখা গেছে। এ ছাড়া শপিং মলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তেমন বেচাকেনা হয়নি।
৫ জেলায় যানবাহনে আগুন, ভাঙচুর
গতকাল ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে থামানো বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ধামরাই থানার পুলিশ বিএনপি নেতাকর্মীদের নামে দুটি মামলা করেছে। ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্যাহ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে তাঁকে ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সিলেট নগরে ও বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেন।