লজ্জার হারে বিশ্বকাপ শেষ পাকিস্তানের

ইংল্যান্ডের ব্যাটিংয়ের পরই সেমিফাইনালের আশাটা শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। তবে বাবর আজমের দলের সামনে সুযোগ ছিল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করার। কিন্তু সেটাও পারলো না বাবর-রিজওয়ানরা। ইংলিশদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান দল।

আজ শনিবার (১১ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৯৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

কাগজে-কলমে ক্ষীণ সম্ভাবনা থাকায় ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যাটিংইয়ে নেওয়ার দরকার ছিল বাবর আজমদের। তবে এদিন টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন জস বাটলার। ফলে সেমিতে যাবার ক্ষীন আশাটাও মাটিতে যায় ম্যান ইন গ্রিনদের। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের সংগ্রহ পায় ইংলিশরা। এতে সেমিফাইনালের সমীকরণ মেলাতে হলে পাকিস্তানকে এই লক্ষ্য ছুঁতে হবে ৬.৪ ওভারের মধ্যে, যা প্রায় অসম্ভব। ফলে ব্যাটিংয়ে নামার আগে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় একপ্রকার নিশ্চিত ছিলো।

 

Scroll to Top