তীব্র বায়ুদূষণের কারণে ভারতের দিল্লির স্কুলগুলোতে আগাম শীতের ছুটি দেওয়া হয়েছে। ৯ থেকে ১৮ নভেম্বর ৯ দিন বন্ধ থাকবে শহরের স্কুলগুলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিষাক্ত ধোঁয়ায় গত ছয়দিন ঢাকা পড়ে আছে দিল্লি। গতকাল বুধবার দেশটির আবহওয়া দপ্তর জানায়, সহসা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষ্মণ নেই। আগামী কয়েকদিন এই বায়ু দূষণ বিরাজ করার সম্ভাবনা বেশি।
দেশটির পরিবেশ মন্ত্রী গোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী অতিশি, পরিবহনমন্ত্রী কৈলাশ গাহলতসহ সিনিয়র কর্মকর্তারা।
বুধবার সকালে বাতাসে একিউআই ছিল ৪২১, মঙ্গলবার বিকালে যা ছিল ৩৯৫। বায়ু দূষণ নিয়ে ভারতের আদালত বলেন, `আমরা চাই এটা (খামারে আগুনের দিকে নিয়ে যাওয়া খড় পোড়ানো) বন্ধ হোক।
আমরা জানি না আপনি এটা কিভাবে করেন, এটা আপনার কাজ। কিন্তু এটা অবশ্যই বন্ধ করতে হবে। অবিলম্বে কিছু করতে হবে। এই বায়ু দূষণের জন্য যানবাহন কালো ধোঁয়া ও আশপাশের অঞ্চলের খড় পোড়ানোকে দায়ী করা হচ্ছে।