অবরোধের দ্বিতীয় দিনে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী পরিবহনের একটি দোতলা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, আমাদের কর্মচারীদের নামিয়ে দেওয়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি আমাদের মালিকানা কোনো বাস নয়। এটি বিশ্ববিদ্যালয়ের ভাড়া বাস। তবে কে বা কারা আগুন দিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া বলেন, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে পল্লবী যাওয়ার পথে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের দ্বিতীয় তলার দুটি আসন পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি। বাসের আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Scroll to Top