রাজধানীতে তিন বাসে আগুন

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পূর্বঘোষিত অবরোধ শুরুর আগেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং জনপদের মোড় ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোজিনা আকতার বলেন, ‘নিউ মার্কেটের ৪ নম্বর গেট এলাকায় বাসের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়েছি। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।


প্রাথমিকভাবে আগুন লাগা বাসগুলোর নাম, হতাহতের সংখ্যা জানা যায়নি বলে জানান তিনি।

Scroll to Top