বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) মুখোমুখি হচ্ছে এশিয়ার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
২০১১ বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছিল ভারত। একই ভেন্যুতে রোহিত শর্মারা আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে এবারের আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এদিকে ঠিক বিপরীত মেরুতে আছে লঙ্কানরা। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে ভারত। সবশেষ ম্যাচে রোহিত-কোহলিরা হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আজ লঙ্কানদের হারাতে পারলেই অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের। এ লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে রোহিতরা।
এদিকে টুর্নামেন্টে ভালো অবস্থায় নেই লঙ্কানরা। সবশেষ ম্যাচে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে আফগানদের বিপক্ষে। ফলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে যেতে হয়েছে মেন্ডিসদের। আর সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে আজ স্বাগতিকদের বিপক্ষে জিততেই হবে। এ লক্ষ্যে ভারতের বিপক্ষে একাদশে এসেছে একটি পরিবর্তন। ধনঞ্জায়া ডি সিলভার বদলে আজ মাঠে নামবেন দুশান হেমন্থ।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, দুশান হেমন্থ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।