বিছানায় শুতে গেলেন দম্পতি, অপেক্ষা করছিল অন্য কেউ!

সারাদিনের খাটুনির পরে রাতে বিছানায় ঘুমোতে গিয়েছিলেন দম্পতি। দিনের শেষে সঙ্গীর সঙ্গে প্রেমালাপ করার আগেই হাড় হিম হয়ে গেল তাঁদের। কারণ তাঁরা শোয়ার আগেই বিছানা দখল করে রেখেছিল এক ভয়ঙ্কর বিষধর সাপ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।

অস্ট্রেলিয়ার অন্যতম বিষধর সাপ হল— ইস্টার্ন ব্রাউন স্নেক। পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক বিষধর সাপ হল এই ইস্টার্ন ব্রাউন স্নেক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সাপটি বিছানার চাদরের তলায় লুকিয়ে ছিল। শুতে যাওয়ার সময়েই সে ফোঁস করে ওঠে।

সাপটি বিছানায় দেখতে পাওয়ার সঙ্গে স্নেক ক্যাচারকে খবর দেন ওই দম্পতি। ব্রিসবেনের সেই স্নেক ক্যাচার সাপটির ছবি ফেসবুকে আপলোড করেন। ওই স্নেক ক্যাচার জানিয়েছেন যে, এই সাপটি দৈর্ঘ্যে ৪.৫ ফুট লম্বা ছিল। এই সাপ ৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

এমনিতে ইস্টার্ন ব্রাউন স্নেক মানুষের বসবাস যেখানে থাকে, সেখানে খুব একটা আসে না। কিন্তু এরা খুবই সাংঘাতিক হয়। তাই এবার থেকে ঘরের সমস্ত জানলা ও দরজা সব সময়ে বন্ধ করে রাখবেন বলে জানিয়েছেন আতঙ্কিত ওই দম্পতি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top