বার্সাকে ‘জ্বালিয়ে খাচ্ছে’ পিএসজি

কিছুতেই বার্সেলোনার পিছু ছাড়ছে না পিএসজি। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনার কাছ থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড মূল্যে নেইমারকে কিনে নেয় পিএসজি। এরপর থেকে বার্সার দুই চোখের বিষ পিএসজি।

নেইমারের অভাব পূরণ করতে অনেক ক্লাবে দৌড়াদৌড়ি করে শেষমেশ উসমান ডেম্বেলেকে দলে ভেড়ায় কাতালানরা।

তাতেও তৃপ্তি নেই বার্সার। চোখ যায় লিভারপুল তারকা কৌতিনহোর দিকে। কিন্তু লিভারপুল কোচ বার্সাকে সাবধান করে দিয়ে বলেন, ‘কৌতিনহো ইজ নট ফর সেল।’

কে শুনে কার কথা। যে করেই হোক কৌতিনহোকে ন্যু ক্যাম্পে আনতে চাচ্ছে বার্সা। সে জন্য জানুয়ারির ট্রান্সফার মার্কেটের দরজা দিয়ে কৌতিনহোকে আনার ছক আঁকছে ক্লাবটি। কিন্তু বার্সার সব পরিকল্পনা ভণ্ডুল করার জন্য মাঠে নামল পিএসজি। কৌতিনহো আর বার্সার মাঝে রীতিমত বাধা হয়ে দাঁড়াল ফরাসিরা।

স্প্যানিশ পত্রিকা স্পোর্ত জানিয়েছে, কৌতিনহোকে কিনতে চায় পিএসজি। সম্প্রতি পিএসজির ডিরেক্টর আন্তেরো হেনরিক এবং কৌতিনহোর এজেন্ট কিয়া জোরাবসিয়ান লন্ডনে সাক্ষাৎ করেছেন। লিভারপুলের কাছে কৌতিনহোর জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিক প্রস্তাবও নাকি দিয়ে রেখেছে পিএসজি।

এমন খবর সত্য হলে কৌতিনহোকে পাওয়াও বেশ কঠিন হয়ে যাবে বার্সার।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top