বরগুনায় পাঁচ মাদক ব্যবসায়ী আটক

বরগুনায় পৃথক তিন অভিযানে বউ-শাশুড়ি, মামি-ভাগ্নেসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ডিবি পুলিশের ওসি শেখ আবদুল্লাহ জানিয়েছেন, পরিদর্শক বশিরের নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে বদনীখালী খেয়াঘাট থেকে দুই কেজি গাঁজাসহ সালমা বেগম ও তার শাশুড়ি মরিয়মকে আটক করা হয়।

বরগুনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান জানিয়েছেন, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ মোকলেস মুসুল্লি এবং ২০০ গ্রাম গাঁজাসহ রুমা বেগম ও তার ভাগ্নে রানা গাজীকে আটক করা হয়। তাদের পাঁচজনকেই আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top