দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৪১ কোটি টাকা

পুঁজিবাজারে মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রথম দুই ঘণ্টায় প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বেলা ১২টা ৩৬ মিনিট পর্যন্ত ডিএসইতে প্রায় ২৪১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ২ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৩ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দুই ঘণ্টায় ৪৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

বাংলাদেশ সময় : ১৩৩৭ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top