৬ মাসের মধ্যে কোকেন মামলার বিচার শেষ করার নির্দেশ

চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর ভোজ্যতেলের ঘোষণায় তরল কোকেন আমদানির ঘটনার করা মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে এই মামলার বিচারকার্য শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এদিন, আদালতে তেল আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেডের মালিক নূর মোহাম্মদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদীন।

আদেশের পর তিনি এই তথ্যের সত্যতা নিশ্চিত করে আরও বলেন, জামিনে থাকা নূর মোহাম্মদকে ৩ সপ্তাহের মধ্যে আত্মসর্পণ করার নির্দেশ দিয়েছেন। তবে ৬ মাসের মধ্যে বিচারিক আদালত এই মামলার বিচারকাজ শেষ করতে না পারলে নূর মোহাম্মদের জামিনের বিষয়টিও বিবেচনা করতে বলেছেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top