৫ মন্ত্রী নিয়ে বেলজিয়ামে \’আশ্রয়\’ নিয়েছেন পুজদেমন

কাতালোনিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন তার মন্ত্রিসভার পাঁচ সদস্যসহ বেলজিয়ামে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার বেলজিয়ামের এক আইনজীবীও পুজদেমনের ব্রাসেলস পৌঁছানোর কথা জানান। খবর বিবিসির।

স্পেনিশ টেলিভিশন স্টেশন লু সেক্সটা জানিয়েছে,পুজদেমনের সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন,কৃষি মন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন,শ্রমমন্ত্রী ডলোরস বাসা ও শাসন বিষয়ক মন্ত্রী মেরিটজেল বোরাস ব্রাসেলসে আশ্রয় নিয়েছেন।

স্বাধীনতাপন্থি এ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ,রাষ্ট্রদ্রোহীতা ও অর্থের অপব্যবহারের অভিযোগ এনেছে মাদ্রিদ সরকার। গত সপ্তাহের শেষদিকে বেলজিয়ামের অভিবাসন মন্ত্রী থিও ফ্রাঙ্কেন কাতালান নেতাদের রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি \’অবাস্তব নয়\’বলে মন্তব্য করেছিলেন। যদিও পরে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

এর আগে সোমবার স্পেনের অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা কাতালান নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ,রাষ্ট্রদ্রোহীতা ও অর্থের অপচয়ের অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ প্রমাণিত হলে পুজদেমনের ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে বিবিসি জানিয়েছে।

সোমবার অনেকটা শান্তিপূর্ণ উপায়েই কেন্দ্রীয় সরকার কাতালুনিয়ার অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও বেশকিছু কর্মকর্তা মাদ্রিদের নির্দেশে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। স্পেনিশ সরকার দেশটির সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ জারির পর এখন পর্যন্ত অন্তত দেড়শ উচ্চপদস্থ কাতালান কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে। তারা কাতালোনিয়া সরকারকে বরখাস্ত করে ২১ ডিসেম্বর নতুন নির্বাচনের ডাকও দিয়েছে।

পুজদেমন এবং কাতালান আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ওরিওল জানকুয়েরেস কেন্দ্রীয় সরকারের এসব পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছেন,একমাত্র কাতালান পার্লামেন্টই তাদের সরিয়ে দেয়ার এখতিয়ার রাখে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ৩১ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top