১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জ্বালাময়ী ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির দিক নির্দেশনা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ৭ মার্চের সেই ভাষণটি উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করেছিল বাঙালি জাতিকে।
সেই ভাষণ থেকেই মুক্তিকামী বাঙালি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দিক-নির্দেশনা পেয়েছিল, পেয়েছিল সংগ্রামের অনুপ্রেরণা।
এই ভাষণটিকেই এবার \’মেমরি অব ওয়ার্ল্ড\’ (বিশ্বের স্মৃতি) বিভাগে \’ডকুমেন্টারি হেরিটেজ\’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
সোমবার প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এ ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ