দলীয় প্রধান খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন এক বিএনপি কর্মী। তবে জীবনে বাঁচলেও চরম মূল্য দিতে হয়েছে তাকে। দুই পাই হারাতে বসেছেন তিনি।
জানা যায়, কক্সবাজারগামী দলীয় প্রধানকে স্বাগত জানাতে পিকআপ ভ্যান ভাড়া করে শনিবার (২৮ অক্টোবর) কুমিল্লার দিকে আসছিলেন বিএনপি নেতাকর্মীরা। দুপুর ১২ টার দিকে ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়ার নাওতলা পৌঁছালে রড-লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন বিএনপি কর্মীরা। অন্যদের মতো বিএনপি কর্মী রবিউলও জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন সময় দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। মাটিতে লুটিয়ে পড়েন রবিউল। ট্রাকের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। বাম পা ভেঙে দুই টুকরো হয়ে যায়। সেই ভাঙা পা নিয়ে সড়কে গড়াগড়ি শুরু করেন তিনি। পরবর্তীতে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় তাকে প্রাথমিকভাবে চান্দিনা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থা খারাপ হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানে চিকিৎসা চলছে তার।রবিউলের বাড়ি চান্দিনা উপজেলার শাইকা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকালে অন্তত ৬-৭ জনকে বেধড়ক পিটিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাসির উদ্দিন মৃধা।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি