সম্প্রতি অভিনেতা মিশা সওদাগর অভিনয়কে বিদায় জানিয়েছেন। তবে তখন তিনি বলেছিলেন, এ বছরের মধ্যে অসম্পূর্ণ কাজগুলো শেষ করবেন। সেই ধারাবাহিকতায় তার অভিনীত ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে আগামী ৩ নভেম্বর।
এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ডুব’-এর ভিড়ে ‘গেম রিটার্নস’ নিয়ে মিশা বলেন, ‘ঢাকা অ্যাটাক’ সব ধরনের মানুষ দেখেছেন। কিন্তু ডুব? মুক্তি পেয়েছে মাত্র ৩৯টি হলে। দেশের সবধরনের মানুষ তো ডুব দেখছেন না। শুনলাম, যেগুলোতে মুক্তি পেয়েছে তার সবগুলো শো হাউজফুল হচ্ছে না। দেশের মানুষের জন্য সিনেমা বানানো দরকার, ফেস্টিভ্যালের জন্য নয়।
মিশা আরও বলেন, বিদেশে কয়টি ফেস্টিভ্যালে আমার ছবি প্রদর্শিত হলো, এর মাধ্যমে কি আমি নিজেকে সফল দাবি করতে পারি? কখনোই না। ‘ঢাকা অ্যাটাক’ সবাই দেখেছেন। দীপন বলতে পারে যে, সে সফল। দেশের মানুষের কথা ভেবে যদি সিনেমা বানানো হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরও দ্রুত এগিয়ে যাবে। তবে হ্যাঁ, সব সিনেমার জন্যই আমার তরফ থেকে শুভকামনা। আর ‘গেম রিটার্নস’ সিনেমাটি দেশের সকল মানুষের জন্য নির্মিত। আমি আশা করছি দর্শক এই সিনেমাটি গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি