ভোরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্পে কেঁপে উঠেছে। আজ শুক্রবার (৫ মে) এই কম্পন অনুভূত হয় ভোর ৫টা ৫৭ মিনিটে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার ছিল এর গভীরতা।
তবে বাংলাদেশের আবহাওয়া অফিসের হিসেবে আরও কম ছিল ভূমিকম্পের মাত্রা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, রাজধানী ঢাকায় শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্পের কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট দিয়েছেন। এ সময় তারা জানান, অনেক স্থানেই আতঙ্কে লোকজন ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় এসে অবস্থান নিয়েছেন।