পর্তুগালে বন্দুক হামলায় বন্দুকধারীসহ নিহত চারজন

পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দক্ষিণে সেতুবাল শহরে এক ব্যক্তি তিন জনকে গুলি করে হত্যা করেছে। এদিকে হামলার পর ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছে।

সিএনএন পর্তুগাল জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার রয়টার্সকে বলেছেন, ঘটনাস্থল থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার ধারণা, গুলিতেই তাদের মৃত্যু হয়েছে।

পুলিশের ফৌজদারি মামলা সংস্থা পিজে ঘটনাস্থলে তদন্ত করছিল বলে ফ্রেয়ার জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান।

সিএনএন পর্তুগাল জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বেইরো আজুল নামের এক দরিদ্র পাড়ায় গুলি চালানোর ঘটনা ঘটে।

এসময় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বন্দুকধারী আত্মহত্যা করেন।

সংবাদ সূত্রঃ সিএনএন

Scroll to Top