টানা তিন ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন গোলহীন। এ সময়ে সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে তার দল পিছিয়ে গেছে। সৌদি সুপার কাপের পর কিংস কাপ থেকেও বিদায় নিয়েছে।
বান্ধবী জর্জিনার সঙ্গে সম্পর্কের অবনতি আর ক্লাব প্রেসিডেন্টের একটি ভুয়া মন্তব্যকে কেন্দ্র করে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন সমালোচনার মধ্যে। সব সমালোচনার জবাব দিতে শুধু গোলের প্রয়োজন ছিল। আর সেটিই করলেন সিআরসেভেন। প্রো লিগের ম্যাচে আল রাদের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে তার দল আল নাসর।
ম্যাচের চতুর্থ মিনিটে গোলের দেখা পান ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তার গোলের পর ছন্দময় ফুটবল খেলেছে তার দল। ফলে সহজ জয় পায় আল নাসর। সৌদি প্রো লিগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
আগামী ৩ মে রোনালদোর দল টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে।