৩৩ বছর বয়সে এইচআইভি সংক্রমনের বিষয়টি জেনেছেন তিনি। কিন্তু তারপরও কোন প্রতিরোধ মুলক ব্যবস্থা নেননি তিনি। ফলাফল, বিভিন্ন সময়ে সহবাস করা ৫৩ নারীর মধ্যে ৩০ জনের দেহে এইচআইভি সংক্রমন হয়েছে।
আর তাই ইচ্ছাকৃতভাবে ৩০ নারীর দেহে এইচআইভি সংক্রণের দায়ে ইতালির ওই অ্যাকাউন্ট্যান্টকে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সে দেশের আদালত। শুক্রবার (২৭ অক্টাবর) এ রায় দিয়েছেন আদালত।
জানা যায়, তাল্লুটো মাত্র চার বছর বয়সে মাকে হারিয়েছেন। এইচআইভি পজিটিভ মায়ের মাধ্যমেই এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে সেটা তিনি আগে জানতেন না। ২০০৬ সালে জানতে পারেন যে তিনি এইচআইভি পজিটিভ। এরপর তিনি বিভিন্ন ছদ্মনামে ইচ্ছাকৃতভাবে অন্তত ৫৩ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে