একদিনে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ নতুন রেকর্ড করেছে। ১১ এপ্রিল, মঙ্গলবার দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে ২০২২ সালের ১৬ এপ্রিল একদিনে সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদনে আগের রেকর্ড ছাড়িয়ে যায়। এ সময় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।
প্রসঙ্গত, দেশে বর্তমানে ২৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।